চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

অফিস প্রধান

 

জনাব মোঃ শফিকুর রহমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (সিএএফও) পদে ২১ আগস্ট ২০২৪খ্রি. তারিখে যোগদান করেন। তিনি বিসিএসঃ অডিট এন্ড একাউন্টস ক্যাডারের ২৫তম ব্যাচের সদস্য।
জনাব মোঃ শফিকুর রহমান সিভিল সার্ভিসে যোগদানের পর বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের অধীনে এএজি হিসাবে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে যোগদান করে চাকুরী জীবন শুরু করেন। পরবর্তীতে সহকারী পরিচালক(বানিজ্যিক অডিট অধিদপ্তর), সহকারী সিজিডিএফ (সিজিডিএফ এর কার্যালয়), সহকারী অর্থ নিয়ন্ত্রক, অর্থ নিয়ন্ত্রক (বিবিধ) এর কার্যালয়, উপ অর্থ নিয়ন্ত্রক (অর্থ নিয়ন্ত্রক আর্মি পে-১ এর কার্যালয়), উপ পরিচালক (বৈদেশিক সাহায্যপুষ্ট অডিট অধিদপ্তর), ডেপুটি সিজিডিএফ (সিজিডিএফ এর কার্যালয়), এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার (এরিয়া এফসি আর্মি, যশোর ক্যান্টনমেন্ট), এডিশনাল ডেপুটি সিএজি (সিএজি কার্যালয়), এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার (এরিয়া এফসি আর্মি, বগুড়া ক্যান্টনমেন্ট), পরিচালক (পূর্ত অডিট অধিদপ্তর), অর্থ নিয়ন্ত্রক হিসাবে সিসিডিএফ (সিভিল) এর কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিং বিষয়ে বিবিএস (সম্মান) ও এমবিএ সম্পন্ন করেন।

হিসাব মহানিয়ন্ত্রক

জনাব এস এম রেজভী
হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)
বিস্তারিত

অফিস প্রধান

জনাব মোঃ শফিকুর রহমান
চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার
বিস্তারিত